খেলাধুলা

উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দু’দলই

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। শিরোপার লড়াইয়ে নামার আগে দুই দলই আস্থা রেখেছে সেমিফাইনাল ম্যাচের স্কোয়াডে। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দুই দলই।কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি।এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। তাই জয় দিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইংলিশরা। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ওয়েস্ট ইন্ডিজ চায় তার ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে।ইংল্যান্ড:জ্যাসন রয়, অ্যালেক্স হ্যালস, জস বাটলার (উইকেট রক্ষক), জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট।ওয়েন্ট ইন্ডিজ :ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস বার্থওয়েট, স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন।আরটি/আইএইচএস/এবিএস

Advertisement