লাইফস্টাইল

সুস্বাদু পেঁপের হালুয়া তৈরির রেসিপি

গাজরের হালুয়া, ডিমের হালুয়া, সুজির হালুয়াসহ অনেক স্বাদের হালুয়া তো কমবেশি সবাই খেয়েছেন! তবে কখনো কি পেঁপের হালুয়ার স্বাদ নিয়েছেন? যদি না নেন, তাহলে খুব সহজেই এটি তৈরি করে খেতে পারেন।

Advertisement

পেঁপের হালুয়া হলো এমন একটি আকর্ষণীয় ডেজার্ট রেসিপি যা আপনি সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। উৎসব ও বিশেষ অনুষ্ঠানেও প্রস্তুত করা যেতে পারে। কীভাবে করবেন ও কী কী উপকরণ লাগবে, তা জেনে নিন-

আরও পড়ুন: তেলের পিঠা তৈরির রেসিপি

উপকরণ

Advertisement

১. গ্রেটেড পেঁপে ৫ কাপ ২. চিনি ৬ টেবিল চামচ৩. গুঁড়া দুধ ৩ টেবিল চামচ৪. ঘি ৪ টেবিল চামচ৫. এলাচ গুঁড়া ৪ চা চামচ ও৬. কাজুবাদাম ১৫ গ্রাম (গার্নিশের জন্য)।

আরও পড়ুন: নারকেলের পাকন পিঠা

পদ্ধতি

প্রথমে একটি প্যানে ঘি গরম করে নিন। ঘি গরম হয়ে গেলে প্যানে এলাচ ঢেলে দিন। এলাচ দিয়ে কিছুক্ষণ ঘিয়ে ভেজে নিন। প্যানে গ্রেটেড পেঁপে ঢেলে আঁচ বাড়িয়ে নাড়তে থাকুন।

Advertisement

এভাবে কয়েক মিনিট প্রায় ১০ মিনিট নাড়তে থাকলে আস্তে আস্তে পেঁপে ঘি ছাড়তে শুরু করবে। এবার এতে দুধ ঢেলে দুধ ও পেঁপের মিশ্রণ ঘণ হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

আরও পড়ুন: ছুটির দিনে স্বাদ নিন দুধ-বড়া পিঠার

ঘন হয়ে গেলে চিনি দিন, মিশে গেলে হালুয়া তৈরি হয়ে যাবে। এবার অল্প ঠান্ডা করে তাতে কাজুবাদামগুলো ছড়িয়ে দিন।

জেএমএস/এএসএম