আবুল হাসান মোল্লা, লস এঞ্জেলস
Advertisement
স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট, লস এঞ্জেলেসে ১৬ ডিসেম্বর ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম ৫২তম বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এ সময় লস এঞ্জেলেসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, বাংলাদেশ কমিউনিটির সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Advertisement
অতিথিরা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বীরত্বগাঁথা তুলে ধরে হয়।
এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করা, ইতিহাস-সংস্কৃতি তুলে ধরাসহ পারস্পরিক সম্পর্ক জোরদারে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা-সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Advertisement
এমআরএম/এএসএম