রংপুরের গঙ্গাচড়ায় আগুনে পুড়ে গেছে সরকারি আবাসন প্রকল্পের ১০টি ঘর।
Advertisement
শনিবার (১৬ ডিসেম্বর) দিনগতরাত দেড়টার দিকে উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের চর ইসোবপুর আবাসন প্রকল্পের এসব ঘর আগুনে পুড়ে যায়। এতে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মমতাজুল হক জাগো নিউজকে জানান, শনিবার দিনগতরাত দেড়টার দিকে ওই আবাসন প্রকল্পের নাহিদ নামে এক ব্যক্তির ঘরে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১১টি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Advertisement
জিতু কবীর/এনআইবি/এএসএম