ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক শান মাসুদের অধীনে পাকিস্তান দলকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল।
Advertisement
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। ৪৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় তারা।
পার্থ টেস্টের আজ ছিল চতুর্থ দিন। তৃতীয় দিন শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করেছিলো অসিরা। আজ চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৩ রান করেই ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা।
তাতেই পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ালো ৪৫০ রানের। পাকিস্তান তো নয়ই, এর আগে এত লক্ষ্য তাড়া করে কোনো দলেরই জেতার রেকর্ড ছিল না। তবে, শেষ পর্যন্ত বিশাল রানের চাপায় পিষ্ট হয়ে ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেলো পাকিস্তানিরা। হারতে হলো ৩৬০ রানের বড় ব্যবধানে।
Advertisement
১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচ জিতেনি পাকিস্তান। এ ম্যাচের আগে ১৪টি টেস্ট খেলেছিল তারা। আজ রোববার হেরে সংখ্যাটি ১৫ করলো শান মাসুদের দল।
৪৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন সৌদ শাকিল।
৬ বলে ২ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ১০ রান করে ফিরে যান প্রথম ইনিংসে ফিফটি করা ইমাম-উল হক। অধিনায়ক শান মাসুদও দায়িত্বজ্ঞানহীন ব্যাট করে মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান।
১৪ রান করেছেন অধিনায়কের চাপমুক্ত হওয়া ব্যাটার বাবর আজম। ৫১ বলে ২৪ রান করেন শাকিল। আগা সালমান ও ফাহিম আশরাফ করেন ৫ রান করে।
Advertisement
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন জস হ্যাজলউড ও মিচেল স্টার্ক। ২টি উইকেট তুলে নেন নাথায় লায়ান। প্রথম ইনিংসে ৯০, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৩ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় মিচেল মার্শ।
এর আগে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরি (১৬৪ রান) আর মিচেল মার্শের ৯০ রানের বড় ইনিংসের উপর ভর করে ৪৮৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ওই ইনিংসে পাকিস্তানের হয়ে একমাত্র ফিফটি হাঁকিয়েছেন ওপেনার ইমাম-উল-হক। ১৯৯ বলে ৬২ রান করেন এই বাঁ-হাতি ওপেনার।
প্রথম ইনিংসে ২১৬ রানের বড় লিড পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিলো পাকিস্তানকে ফলোঅন করানোর। সে ক্ষেত্রে হয়তো শান মাসুদের দলকে ইনিংস ব্যবধানে হারাতে পারতো প্যাট কামিন্সরা; কিন্তু সেই সুযোগ গ্রহণ করলেন না অস্ট্রেলিয়া অধিনায়ক। বরং, নিজেরাই নেমে গেলেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে।
প্রথম ইনিংসে পাকিস্তান সতর্ক হয়ে খেললেও বেশি রান তুলতে পারেনি। ওপেনার আব্দুল্লাহ শফিক করেছেন ৪২ রান। ৩০ রান করে ফেরেন শান মাসুদ। খুররম শেহজাদের উইকেট তুলে নিয়ে শুরু করেন কামিন্স। ৭ রানেই অসি অধিনায়কের বলে বোল্ড হয়ে যান তিনি।
ইমাম-উল হকই কিছুটা প্রতিরোধ গড়ে ব্যাট করার চেষ্টা করেন। ১৯৯ বল খেলে ৬২ রান করে আউট হন তিনি। নেতৃত্ব ছাড়ার পর বাবর আজম যেন নিজের ফর্মও হারিয়ে ফেললেন। ৫৪ বল খেলে তিনি করলেন মাত্র ২১ রান। সউদ শাকিল এবং আঘা সালমান করেন অপরাজিত ২৮ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন নাথান লায়ন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। ১টি করে উইকেট নেন জস হ্যাজলউড, মিচেল মার্শ ও ট্রাভিস হেড।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন ওপেনার উসমান খাজা। ডেভিড ওয়ার্নার শূন্য এবং মার্নাস লাবুশেন ২ রান করে আউট হলেও স্টিভেন স্মিথ ৪৫ এবং ট্রাভিস হেড করেন ১৪ রান।
আইএইচএস/