কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনেও গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়ে সংগ্রাম করেছেন। সে লক্ষ্যে বর্তমান সরকার কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ, কৃষি গবেষণায় অধিক অর্থ বরাদ্দ ও কৃষি সহায়তা কার্ডের মাধ্যমে নানা রকম ভর্তূকি প্রদান করছে।কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফসলে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে বলেও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী মেলায় প্রদর্শিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দৌজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত খর্ণিয়ার কৃষক আবু হানিফ মোড়ল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক প্রমূখ বক্তৃতা করেন।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবার এই মেলায় কৃষি বিষয়ক ২০টি স্টল স্থান পেয়েছে।
Advertisement