চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে সাড়ে ১৬০০ লিটার চোলাই মদ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
গ্রেফতাররা হলো- চকবাজার থানা দামপাড়া ব্যাটারি গলির মনু রবি দাশের ছেলে রাজীব রবি দাশ (৩০) ও রাঙ্গুনিয়া থানার ওসমানীর টেক এলাকার মৃত বিজয় বসনুর ছেলে লিনটু বসনু (৩৮)।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চকবাজার থানার চট্টেশ্বরী রোডের মুচিপাড়া রবি দাসের কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উদ্দিন আকবর জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টেশ্বরী রোডের মুচিপাড়ার এক কলোনিতে দেশীয় চোলাই মদ মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ১৬০০ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি, নগরীর চকবাজার ও কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Advertisement
ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম