ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল (রোববার) মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। একই দিনে ম্যাচ ছোটদেরও।
Advertisement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে এগারটায়।
বাংলাদেশ এর আগে একবার যুব এশিয়া কাপের ফাইনালে খেলেছে। তবে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়ায় শিরোপা জিততে পারেনি। এবার তাই ইতিহাস গড়ার হাতছানি মাহফুজুর রহমান রাব্বির দলের।
অন্যদিকে আরব আমিরাত এবারই প্রথম যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে। ঘরের মাঠে খেলা। তারাও শিরোপা জিতে ইতিহাস গড়তে মরিয়া।
Advertisement
তবে দুই দলের লড়াইয়ে ফেবারিট ভাবা হচ্ছে বাংলাদেশকেই। আরব আমিরাত এবার শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও গ্রুপপর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ৬১ রানে।
অন্যদিকে গ্রুপপর্বে শ্রীলঙ্কার পর ভারতকে সেমিফাইনালে হারিয়ে বাংলাদেশ জানান দিয়েছে, এবার তারা দুর্দান্ত ছন্দে আছে। নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফি নিয়েই দেশে ফিরতে পারবে জুনিয়র টাইগাররা।
এমএমআর/এএসএম
Advertisement