মহান বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মতো স্বাধীনতা জাদুঘরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ জাদুঘরে ভিড় করছেন।
Advertisement
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় সরেজমিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘরে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করছেন দর্শনার্থীরা। তারা জাদুঘরে থাকা মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি-ব্যানারের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। বিজয় দিবস হওয়ায় অন্যান্য দিনের তুলনায় আজ দর্শনার্থী বেশি বলে জানিয়েছে জাদুঘর সংশ্লিষ্টরা।
জাদুঘরের টিকিট বিক্রেতা আল-আমিন বলেন, দুপুর ৩টা পর্যন্ত প্রায় ছয় থেকে সাতশ টিকিট বিক্রি করেছি। অন্যদিনের চাইতে আজ অনেক ভিড়। টিকিট দিতে হিমশিম খাচ্ছি।
জাদুঘরে আসা দর্শনার্থী নাজিফা আক্তার বলেন, বিজয় দিবস মানে আনন্দের দিন। আজ বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর ঘুরে এসেছি। মুক্তিযুদ্ধের সময়ের অনেক ছবি এখানে আছে। নতুন অনেক কিছু দেখতে পারলাম।
Advertisement
সপরিবারে জাদুঘরে এসেছেন সালমান হোসেন। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে আজ অফিস ছুটি। তাই সপরিবারে এখানে ঘুরতে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে খোলামেলা। তাই ছেলেকে নিয়ে জাদুঘর দেখতে নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধের অনেক ছবি, ঘটনা সম্পর্কে ছেলেকে জানিয়েছি।
জাদুঘরে ঘুরতে আসে ছোট শিশু আবীর বলেন, বাব-মায়ের সঙ্গে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। অনেক আনন্দ হচ্ছে। জাদুঘরে অনেক ছবি দেখেছি।
জাদুঘরের নিরাপত্তা প্রহরী রাকিব বলেন, প্রতিবছরই বিজয় দিবসে ভিড় থাকে। আগামীকাল এবং পরশু দিনও ভিড় থাকবে। অন্য সময় শুক্রবারে একটু ভিড় বেশি থাকে।
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর শনিবার থেকে বুধবার, বেলা সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য ২০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা, অন্যান্য বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং দশ বছরের নিচের শিশুদের ১০ টাকা প্রবেশ মূল্য দিতে হয়।
Advertisement
এনএস/এমএএইচ/এএসএম