খেলাধুলা

নারীদের বিশ্বকাপ জয়ের সামিল হলেন স্যামিরাও (ভিডিও)

আটবারের দেখায় একবারও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নবম সাক্ষাতটি বিশ্বকাপের ফাইনালে। বিশ্বজয়ের মঞ্চে এসেই জয় পেয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। নারী টি-টয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজের নারীরা। টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তারা ৮ উইকেট হারিয়েছে।জয়সূচক রান করার সাথে সাথেই উল্লাসে মেতে ওঠে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা। নেচে-গেয়ে উল্লাশ করতে থাকে মাঠের মাঝেই। এ সময় ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গান গেয়ে-নেচে জয় উদযাপন করতে থাকে তারা।তাদের সাথেই আনন্দ ভাগাভাগি করে নিতে জড়ো হন ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলের ক্রিকেটাররা। হয়তো জানতেনই তাদের দল জিতবে! এ কারণেই হয়তো মাঠে নেমে স্যামি, আন্দ্রে রাসেল, গেইলরা নারী ক্রিকেটারদের সাথে জয় উদযাপন করতে থাকেন। কলকাতার ইডেন গার্ডেন্সেই পুরুষদের বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে আর একটু পর মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।

Advertisement

WATCH: Unbelievable scenes here in Eden Gardens as #WI Women share their celebrations with #WI Men! #WT20 #WT20Finalhttps://t.co/UngZJQzpdX

— ICC (@ICC) April 3, 2016

আরআর/আইএইচএস/এবিএস

Advertisement