আটবারের দেখায় একবারও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নবম সাক্ষাতটি বিশ্বকাপের ফাইনালে। বিশ্বজয়ের মঞ্চে এসেই জয় পেয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। নারী টি-টয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজের নারীরা। টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তারা ৮ উইকেট হারিয়েছে।জয়সূচক রান করার সাথে সাথেই উল্লাসে মেতে ওঠে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা। নেচে-গেয়ে উল্লাশ করতে থাকে মাঠের মাঝেই। এ সময় ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গান গেয়ে-নেচে জয় উদযাপন করতে থাকে তারা।তাদের সাথেই আনন্দ ভাগাভাগি করে নিতে জড়ো হন ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলের ক্রিকেটাররা। হয়তো জানতেনই তাদের দল জিতবে! এ কারণেই হয়তো মাঠে নেমে স্যামি, আন্দ্রে রাসেল, গেইলরা নারী ক্রিকেটারদের সাথে জয় উদযাপন করতে থাকেন। কলকাতার ইডেন গার্ডেন্সেই পুরুষদের বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে আর একটু পর মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।
Advertisement
WATCH: Unbelievable scenes here in Eden Gardens as #WI Women share their celebrations with #WI Men! #WT20 #WT20Finalhttps://t.co/UngZJQzpdX
— ICC (@ICC) April 3, 2016আরআর/আইএইচএস/এবিএস
Advertisement