আন্তর্জাতিক

‘ভুল’ করে তিন জিম্মিকে হত্যা, তেল আবিবে বিক্ষোভ

গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলি নাগরিকরা। এ জন্য নেতানিয়াহু সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

Advertisement

গাজায় অভিযান চালানোর সময় ভুল করে তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। এমন খবর প্রকাশের পরই তেল আবিবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন>‘ভুল করে’ তিন জিম্মিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ওই তিনজনকে দূর থেকে হুমকি ভেবে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

Advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মৃত্যুকে অসহনীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন।

যুদিও এই ঘটনার কথা স্বীকার করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, এই ঘটনা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে।

এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে ইরান। দেশটির সিস্তান-বালুচিস্তান প্রদেশে এই দণ্ড কার্যকর করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্য সংগ্রহ ও পরবর্তীসময়ে তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদেরে কাছে পাঠানোর অভিযোগে অভিযুক্ত হন ওই ব্যক্তি।

Advertisement

সূত্র: বিবিসি

এমএসএম