খেলাধুলা

ফাইনালের আগে যুবাদের সাহস দিলেন মুশফিক-শান্তরা

যুবা টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। এর আগে একবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।

Advertisement

এবার বাংলাদেশের সামনে সংযুক্ত আরব আমিরাত, যারা আবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। রোববার দুবাইয়ে এই ম্যাচের আগে উত্তরসূরিদের বিশেষ বার্তা দিলেন মুশফিক-শান্তরা।

সীমিত ওভারের সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ দল। সেখান থেকেই যুবাদের উজ্জীবিত করতে একটি ভিডিওবার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সেই ভিডিওবার্তায় বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাইকে শুভকামনা। তোমরা খুবই ভালো খেলেছো এবং কোচিং স্টাফের সবাই অনেক হার্ডওয়ার্ক করেছে। খুব ভালো একটা পজিশনে বাংলাদেশ টিম আছে। আরেকটা স্টেপ (ফাইনাল)। এখানে কীভাবে ভালো খেলে বাংলাদেশকে একটা ট্রফি উপহার দিতে পারি! গত কয়েক মাস তোমরা কঠোর পরিশ্রম করেছো। তোমাদের জন্য শুভকামনা।’

Advertisement

বাংলাদেশ একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। তবে কখনও এশিয়া কাপ জিততে পারেনি। যুব বিশ্বকাপে দলের অন্যতম সদস্য তাওহিদ হৃদয় এখন খেলছেন জাতীয় দলে।

তিনি যুবাদের উদ্দেশ্যে বলেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপটা জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের সেমিফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। আশা করি এবার তোমরা এশিয়া কাপের ফাইনাল জিতবে, ইনশাআল্লাহ।’

জাতীয় দলে ফেরা অলরাউন্ডার সৌম্য সরকার বলেন, ‘গুডলাক। আরেকটা ম্যাচ বাকি আছে। আশা করব সবাই সুস্থভাবে খেলতে পারবে এবং ম্যাচটা জিতবে। এটাই বড় সুযোগ। ফাইনাল ম্যাচ। তোমরাই এখান থেকে এমনভাবে জিতবে যাতে অন্য খেলোয়াড়রা সেখান থেকে শিখতে পারে। তোমাদের কনট্রিবিউশন দেখে আমরাও বড় বড় ম্যাচ জিতব। গুডলাক।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘অভিনন্দন ইয়াং টাইগার্স। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসব।’

Advertisement

জাতীয় দলের সিনিয়র তারকা ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি তোমরা ডিজার্ভ করো জেতা। সবাইকে অনেক অনেক শুভকামনা।’

এমএমআর/এএসএম