সাহিত্য

কিং লুথার থেকে শেখ মুজিব এবং একাত্তর

কিং লুথার থেকে শেখ মুজিব

Advertisement

তেইশ অগাস্ট, উনিশশ তেষট্টিওয়াশিংটনে কিং লুথার: ‘আই হ্যাভ আ ড্রিম’একাত্তরের সাত মার্চরেসকোর্সে শেখ মুজিব: ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’—স্বাধীনতাকামীর মুক্তিসনদ।

‘মার্চ অন ওয়াশিংটন’: ‘রেসকোর্স চলো’,‘বিলাসিতার সময় এখন নয়’: ‘যার যার যা আছে তা-ই নিয়ে প্রস্তুত থাকো’—বিশ্ববাসীর দিশারী।

নিগ্রোর মুক্তি, ভায়ের মুক্তিউচ্চারণে আলাদা, ভাষাও ভিন্ন;—মুমুক্ষুদের আকাঙ্ক্ষার তীব্রতা কিন্তু একই।

Advertisement

****

একাত্তর

হ্যারিসনের গান, বব ডিলানের গিটাররবিশঙ্করের কণ্ঠ যেন বাংলাদেশঅ্যালান গিন্সবার্গের ‘যশোর রোড অন সেপ্টেম্বর’ পূর্বপাকিস্তানের ক্ষত-বিক্ষত অবয়ব— মানবতার ফেরিওয়ালাদের বিবেক জাগ্রত করার ডাকরক্তকরবীর মতো উচ্চারণবাংলাদেশ।

চারিদিকে অভ্যর্থনা জানায়মাইল-মাইল থোকা-থোকা ভালোবাসাসজনে ফুলের হিরের মালাফাগুনের কচিপাতার প্রোজ্জ্বল শপথদোয়েলের শিসেবাংলাদেশ।

Advertisement

ধর্ষিতার কান্নায় নোনতা ক্রোধবাবার ফোঁটা-ফোঁটা রক্ত, বোনের অশ্রুসন্তানের মুখে পতাকা—লাল-সবুজঘৃণার আগুনেক্রোধ আর ক্ষোভের সারিঅবশেষে মায়ের ঝাঁঝরা বুকে ফুটে ওঠেএকটি মানচিত্র‘বাংলাদেশ’।

এসইউ/এমএস