খেলাধুলা

ষড়যন্ত্রের অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন শেহজাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে কোনও দলে ঠাঁই হয়নি। অভিমানে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসলেন আহমেদ শেহজাদ।

Advertisement

একটা সময় পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ওপেনার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ নোট লিখেছেন এবং অভিযোগ তুলেছেন যে, তাকে ষড়যন্ত্র করে ইচ্ছেকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

আহমেদ শেহজাদ তার নোটে লিখেছেন, ‘পাকিস্তান সুপার লিগকে বিদায়! যা আমি ভেবেছিলাম আমি এ বছর লিখব না। আরেকটি পিএসএল ড্রাফট চলে গেছে এবং একই পুরনো গল্প, বাছাই করা হয়নি। আল্লাহ জানে, কেন এমনটা হলো!’

শেহজাদ আরও লেখেন যে, তিনি গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে সবকিছু দিয়ে কঠোর পরিশ্রম করছেন এবং পিএসএল ড্রাফটের ঠিক আগে জাতীয় টি-টোয়েন্টি কাপেও খুব ভালো পারফর্ম করেছেন।

Advertisement

শেহজাদ লিখেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের পিএসএলে আনার দায়িত্ব কার, তা আমি জানি না। কিন্তু আমি ঠিক জানি কেন আমাকে পিএসএলের অংশ করা হয়নি, গোটা দেশ এবং ভক্তরা খুব শিগগিরই তা জানতে পারবে।’

শেহজাদ তার দীর্ঘ নোটে আরও লিখেছেন, তিনি তার আত্মসম্মানের জন্য সরে যাচ্ছেন এবং পাকিস্তান সুপার লিগকে বিদায় জানাচ্ছেন। কখনও অর্থের জন্য খেলেননি এবং কখনও সেটা করবেন না। যদিও অনেক মানুষ বিশ্বজুড়ে লিগ বেছে নিয়েছে।

শেহজাদের ভাষায়, ‘আমি আর এই ৬ টি দলের সঙ্গে পিএসএল খেলব না। মনে হচ্ছে পিএসএল থেকে আমাকে দূরে রাখতে সব ফ্র্যাঞ্চাইজি হাত মিলিয়েছে। পরিশেষে, আমি সারা বিশ্বে আমার ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি কেবল একটি জিনিস নিশ্চিত করতে পারি এবং তা হলো অযৌক্তিক দাবির কাছে কখনই নতি স্বীকার করা বা আমার দেশকে ধ্বংস করে এমন কিছু গ্রহণ করা নয়। যদি এটি আমার সততা এবং উৎসর্গের জন্য মূল্য দিতে হয়, তবে এটি সত্যিই একটি ছোট মূল্য দিতে হবে এবং আমি তা চালিয়ে যাব।’

শেহজাদের আন্তর্জাতিক ক্যারিয়ারআহমেদ শেহজাদ দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের বাইরে রয়েছেন। ২০১৪ সালে তিনি প্রথম টেস্ট খেলেছিলেন, ২০১৭ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি।

Advertisement

১৩ টেস্টে শেহজাদ ৯৮২ রান করেন। ৮১টি ওয়ানডে ম্যাচ খেলে তার নামে ২৬০৫ রান রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৯ ম্যাচে তার রান ১৪৭১।

এমএমআর/এএসএম