খেলাধুলা

ধোনির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তোলা পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

ফিক্সিং-কাণ্ডে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়েছিলেন তিনি। ভারতের সাবেক অধিনায়কের করা মামলায় পুলিশ কমকর্তা (আইপিএস) জি সম্পদ কুমারের এবার ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।

Advertisement

তবে এখনই জেলে যেতে হচ্ছে না সাবেক আইপিএস অফিসারকে। এই রায়ের বিরুদ্ধে আবেদনের জন্য তাকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। তারপর সেই রায় কার্যকর হবে।

এ মামলায় প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন ধোনি। তারপর সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় ওই অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলায় ২০১৪ সালে ওই পুলিশ অফিসার এবং একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি।

Advertisement

ফিক্সিং-কাণ্ডে তার বিরুদ্ধে জনসমক্ষে যাতে কোনোরকম মানহানিকর মন্তব্য করা থেকে ওই আইপিএস অফিসার (প্রাথমিকভাবে আইপিএলের বেটিং মামলার তদন্তও করেছিলেন) এবং ওই সংবাদমাধ্যম বিরত থাকেন, সেই নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানান সিএসকের অধিনায়ক।

ধোনির সেই আবেদনের ভিত্তিতে ওই আইপিএল অফিসার এবং সংবাদমাধ্যমকে কোনও মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারপর হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল ওই সংবাদমাধ্যম। হলফনামা দাখিল করেছিলেন ওই আইপিএস অফিসারও। তার হলফনামার বিরুদ্ধে পালটা আদালত অবমাননার মামলা দায়ের করেন ধোনি।

সিএসকের অধিনায়ক দাবি করেন যে, সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন আইপিএস অফিসার। তার জেরে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে। সেই মামলাতেই আজ সাজা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএলে ফিক্সিংয়ের জন্য দুই বছরের জন্য চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সেই দু'বছর চেন্নাই এবং রাজস্থান আইপিএলে খেলতে পারেনি। ধোনি খেলেছিলেন পুনে সুপারজায়ান্টে। প্রথম বছর অধিনায়কত্ব করেছিলেন। দ্বিতীয় বছরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement

এমএমআর/এএসএম