একুশে বইমেলা

আসছে জল্লাদ শাহজাহানের আত্মজীবনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসির দড়ি টেনেছেন আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া। দীর্ঘ ৩২ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন বেলা ১১টা ৪৭ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

Advertisement

জল্লাদ শাহজাহানের মুক্তির পর তার জল্লাদ জীবন নিয়ে আগ্রহ তৈরি হয় মানুষের মধ্যে। সেই আগ্রহকে মাথায় রেখেই এবার প্রকাশিত হতে যাচ্ছে আত্মজীবনী ‘কেমন ছিলো জল্লাদ জীবন’।

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন প্রকাশ করছে বইটি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সাদিতউজজামান।

আরও পড়ুন: সুলতানা কামাল খুকীকে নিয়ে স্কুলছাত্রী শিফার বই

Advertisement

বইটির বিক্রয় মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। এরই মধ্যে রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। এছাড়া বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের স্টলে বইটি পাওয়া যাবে।

বইটি সম্পর্কে প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জল্লাদ শাহজাহান ভূঁইয়াকে নিয়ে মানুষের আগ্রহ লক্ষ্য করেছি। সেই চিন্তা থেকেই তার জেল জীবন ও জল্লাদ হওয়ার নেপথ্য গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে বইটিতে। আশা করি বইটি পাঠকের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে।’

এসইউ/এএসএম

Advertisement