তেলাপোকা ও বিবাহিত পুরুষের মধ্যে পার্থক্য
Advertisement
দুই ব্যক্তির চায়ের দোকানে বসে কথা হচ্ছে। খুবই গভীর কিছু বিষয় নিয়ে তাদের আলোচনা চলছে। এক সময় একজন আরেকজনকে বলছে—১ম ব্যক্তি: বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে মিল কোথায়?২য় ব্যক্তি: দুটোকে দেখলেই মেয়েদের চিৎকার শুরু হয়ে যায়।১ম ব্যক্তি: এবার তাহলে বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে পার্থক্য কোথায়?২য় ব্যক্তি: মেয়েরা তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে। আর স্বামীকে দেখলে চিৎকার করে ভয় দেখানোর জন্য।
****
সূর্যের ওপর ক্লাস নেবেন শিক্ষকশিক্ষক: আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু।পল্টু: স্যার, আমি থাকতে পারবো না!শিক্ষক: কেন?পল্টু: স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।
Advertisement
****
সাধু হওয়ার উপকারিতাঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—স্ত্রী: এই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বললো—স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।
কেএসকে/এমএস
Advertisement