দেশজুড়ে

ট্রাকচাপায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা নিহত

মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় নাজমুল হাসান (২৭) নামের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্র থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কের ভাগা এলাকায় যাওয়ার এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান জামালপুরের ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ইনস্টিটিউ অব মেরিন টেকনোলজির সেফটি অফিসার।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক সৈয়দ বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে রামপালের ভাগা বাজারে যাচ্ছিলেন নাজমুল হাসান। পথে মোংলা-খুলনা মহাসড়কের টেংরামারীর আরজ আলী গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ডাম্পট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা বাবুল আকতার বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

Advertisement