খেলাধুলা

বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন পুলিশ

বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন পুলিশ

বিজয় দিবস কাবাডিতে শিরোপা বিজয় উদযাপন করলো বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। বৃহস্পতিবার পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মেঘনা কাবাডি ক্লাবকে ২৭-৪৪ পয়েন্ট ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২টি লোনাসহ ফাইনাল জিতেছেন শরীফ, মিজান, মহেশদের নিয়ে গড়া পুলিশ কাবাডি ক্লাব।

Advertisement

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। আসরের সেরা ক্যাচার, সেরা রেইডার ও সেরা খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রানার গ্রুপের চেয়ারম্যান ও কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক গাজী মোজাম্মেল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস কাবাডিতে অনবদ্য পারফরম্যান্স করে সেরা ক্যাচার নির্বাচিত হন মেঘনা কাবাডি দলের অধিনায়ক জিয়াউর রহমান, সেরা রেইডার নির্বাচিত হন বাংলাদেশ পুলিশ কাবাডি দলের মিজানুর রহমান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশ টিমের ভারতীয় খেলোয়াড় মহেশ গৌড়।

Advertisement

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার গৌরব প্রায় লুপ্ত হতে চলেছিল। কিন্তু কাবাডি ফেডারেশনের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের কারণে খেলাটি নতুন জীবন ফিরে পেয়েছে। এজন্য আমি কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানাই।’

আরআই/এমএমআর/জেআইএম