দেশজুড়ে

মেয়র রিফাতের মৃত্যুতে সাক্কুর শোক

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Advertisement

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাগো নিউজকে মনিরুল হক সাক্কু বলেন, ‘মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে দুঃখ পেয়েছি। জেনেছি শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। তবে একই সময়ে রাজধানীতে পূর্ব নির্ধারিত পারিবারিক এবং সামাজিক একাধিক অনুষ্ঠান রয়েছে। তারপরও চেষ্টা করবো রিফাত ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার।’

আরও পড়ুন: কুমিল্লার মেয়র আরফানুল হক মারা গেছেন

এরআগে বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র আরফানুল হক রিফাত।

Advertisement

গত ৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় আরফানুল হকের রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে রোববার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আরফানুল হক।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

Advertisement