জাতীয়

পাঁচ বছর আগে মৃত ভোটারের সই কীভাবে নিলেন

ঢাকা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান ছরোয়ার হোসেন। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকায় এক শতাংশ ভোটারের সমর্থন নিতে হয়। তবে ছরোয়ার হোসেন এমন একজনের সই ও সমর্থন দাখিল করেছেন, যিনি পাঁচ বছর আগে মারা গেছেন। যে কারণে ছরোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

Advertisement

ছরোয়ার হোসেনের দাখিল করা সমর্থকদের তালিকায় ১৪৯৫নং ক্রমিকের ভোটার মো. সিরাজ আলী ভূইয়া ২০১৮ সালে মারা গেছেন। বিষয়টি সিরাজ আলী ভূইয়ার ছেলে ইসিকে নিশ্চিত করেছেন। ছরোয়ার হোসেনের মনোনয়ন বাতিল হলে তিনি আপিল করেন। আপিল শুনানিতে ইসি তার কাছে জানতে চায়, পাঁচ বছর আগে মৃত ব্যক্তির সই কীভাবে নিলেন?

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আপিল শুনানিতে দুই পক্ষের যুক্তিতর্কে ছরোয়ার হোসেনকে এমন প্রশ্ন করে ইসি।

আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি তাদের যুক্তি উপস্থাপন করেন। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছারোয়ার হোসেন। তার দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন দৈবচয়ন ভিত্তিতে নির্ধারিত ১০ জন ভোটারের সই যাচাই করা হয়। যাচাইয়ের জন্য ভোটার তালিকা থেকে চিহ্নিত ৩৪৪২, ১২০২, ৪০১৩, ১৮৮৬, ৩৪৬৪, ২৭৭৩, ৩৫৪, ৩১৩, ১৪৯৫ ও ৩৯৬৪ ক্রমিক নম্বরের বিপরীতে ভোটারের সমর্থন সরেজমিন যাচাই করা হয়।

Advertisement

ইসিতে জানানো হয়, যাচাইকালে সংশ্লিষ্ট ক্রমিক নম্বরের বিপরীতে সব ভোটারের নাম ও ঠিকানায় যাওয়া হয়। ৩৪৪২ নং ক্রমিকের ভোটার মো. রফিকুল ইসলামকে সরেজমিনে পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ১২০২ নং ক্রমিকের মো. মোবারক হোসেন নিশ্চিত করেছেন তিনি কোনো সই দেননি এবং সমর্থনকারী নন এমনকি এ বিষয়ে কিছু জানেন না। ৪০১৩ নং ক্রমিকের সংশ্লিষ্ট ভোটার মো. রফিকুল ইসলাম রাজনকে সরেজমিনে পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

১৮৮৬ নং ক্রমিকের ভোটার নাজমুন নাহারকে সরেজমিনে পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৩৪৬৪ নং ক্রমিকের ভোটার শাহিনা আক্তার কাজলীকে সরেজমিনে পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২৭৭৩ নং ক্রমিকের ভোটার মো. ছিদ্দিকুল ইসলামকে সরেজমিনে পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৩৫৪ নং ক্রমিকের লায়লা শাহনুর নিশ্চিত করেছেন তিনি কোনো সই দেননি এবং সমর্থনকারী নন।

৩১৩ নং ক্রমিকের ভোটার মো. আমিরুল ইসলামকে সরেজমিনে পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটারের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৩৯৬৪ নং ক্রমিকের মো. মোবারক হোসেন নিশ্চিত করেছেন তিনি কোনো সই দেননি এবং সমর্থনকারী নন, এমনকি এ বিষয়ে কিছু জানেন না।

রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধিরা এই বিষয়ে অভিযোগ করলেও স্বতন্ত্র প্রার্থী ছরোয়ার হোসেনের আইনজীবী কোনো যুক্তি দিতে পারেননি। ফলে ইসির আপিল বিভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নামঞ্জুর করে।

Advertisement

এমওএস/কেএসআর/এএসএম