দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪৪ জন। নামঞ্জুর হয়েছে ৫২ জনের আপিল। সিদ্ধান্ত হয়নি চারজনের।
Advertisement
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম দিনের মতো এ শুনানি হয়। এই পাঁচদিনে মোট ২৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পেলেন।
ইসি জানায়, এর আগে প্রথম দিনে ৫৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। সেখানে ৩২ জনের আপিল নামঞ্জুর হয়। এরপর দ্বিতীয় দিনে ৫১ জনের মঞ্জুর ৪১ জনের নামঞ্জুর হয়। তৃতীয় দিনে এসে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। চতুর্থ দিন ৪৮ জন প্রার্থিতা ফিরে পান।
আরও পড়ুন: পাঁচ বছর আগে মৃত ভোটারের সই কীভাবে নিলেন
Advertisement
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়ে। ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানিতে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এসএম/জেডএইচ/এএসএম
Advertisement