অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক জুবায়ের আহমেদের ‘খানিক গেলেই পথ’। বইটিতে মোট ১২টি গল্প রয়েছে।
Advertisement
বইটি প্রকাশ করবে রাইয়ান প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন এনামুল হক ইবনে ইউসুফ। প্রচ্ছদ করেছেন ইলিয়াস বিন মাজহার।
প্রকাশক জানান, জুবায়ের আহমেদের বইটি সাজানো হয়েছে গল্পাকারে। যাতে পাঠক গল্পের সমুদ্রে ডুব দিয়ে কুড়াতে পারেন ঝিনুকের বুকে লুকিয়ে থাকা অমূল্য সব রত্ন।
আরও পড়ুন: বইয়ের পাতায় হাবিব-নাতালিয়ার প্রেমের গল্প
Advertisement
লেখক জুবায়ের আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাতে বইটির মুখ্য চরিত্র আব্দুল্লাহ চেষ্টা চালিয়ে যান। তাদের হাত ধরেই তিনি দেখাতে চান, এই তো খানিক গেলেই পথ।’
জুবায়ের আহমেদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। ছোটবেলা থেকেই তার লেখালেখির ওপর প্রবল আগ্রহ। তার প্রথম বই ‘সুন্দর জীবন’ ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়।
এসইউ/এএসএম
Advertisement