রাজনীতি

বানরের রুটি ভাগের মত আসন ভাগাভাগি হচ্ছে: সাকি

নির্বাচনের নামে সরকার তামাশা করছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বানরের রুটি ভাগের মত সরকার আসন ভাগাভাগি করছে।

Advertisement

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, ‘নিজেদের নৌকা প্রার্থী রয়েছে। ডামি নৌকা, স্বতন্ত্র নৌকা, বিদ্রোহী নৌকা, নিজের জোটভুক্তদের নৌকা; এমন কি যাকে বিরোধী দল বানাবে তারাও আসন সমঝোতা চাচ্ছে। এটাকে তারা নির্বাচন বলছে, মানুষ এটাকে তামাশা বলছে। ৭ তারিখে জনগণ এই ধরণের নির্বাচনে ভোট দিতে যাবেনা।'

সাকি বলেন, ‘আওয়ামীলীগ সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এ দেশ এক দলের দেশে পরিণত হয়েছে। মিথ্যা-প্রতারণা ছাড়া সরকারের আর কিছু নেই জানিয়ে তিনি বলেন, দমন পীড়ন ও মানুষের উপর অত্যাচার করে তারা শাসন টিকিয়ে রেখেছে। এ সরকারে অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা ২০১৪ ও ২০১৮ সালেই প্রমাণ হয়েছে। জনগণ লড়াই করছে সত্যিকারের নির্বাচনের জন্য, যেখানে সকল দল অংশ নেবে।

Advertisement

এসএম/এসআইটি/এমএস