জাতীয়

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে রাষ্ট্রকে বিভাজন করা হয়েছে

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে বর্তমান সরকার রাষ্ট্রকে বিভাজিত করেছে বলে মন্তব্য করেছন গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর।

Advertisement

তিনি বলেন, ‘এ বিভাজন আমাদের কাম্য ছিল না। শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যাওয়া শুরু করেছিলেন। আজ সেই দল সব কেড়ে নিয়েছে।’

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে নুর এসব কথা বলেন।

স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র, সমাজ বিনির্মাণ করতে পারিনি জানিয়ে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে পারিনি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

Advertisement

এসএম/এমআইএইচএস/জেএস/