জাতীয়

আজাদ-শামীম-শাম্মীর বিদেশি নাগরিকত্বের তথ্য চাইলো ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ, একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের বিদেশি নাগরিকত্বের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য বলা হয়েছে।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পৃথক তিন চিঠিতে নির্দেশনা পাঠিয়েছেন ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।

আরও পড়ুন: দ্বৈত নাগরিকত্বে ফাঁসছেন দলীয় প্রার্থী, স্বাক্ষরে স্বতন্ত্র

একটি চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (একে আজাদ) মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত (আমেরিকা) তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেন ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হক। এরই পরিপ্রেক্ষিতে ওই প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তা নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। ১৪ ডিসেম্বর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। এরপর এ বিষয়ে ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

Advertisement

অন্য এক চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক তার মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত (নেদারল্যান্ডস) তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনবিরোধী সভা-সমাবেশের অনুমতি নয়

এরপর নির্বাচন কমিশন এ সংক্রান্ত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেয়। যে তথ্য ১৪ ডিসেম্বর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। এরপর ১৫ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

আরেকটি চিঠিতে বলা হয়েছে, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত (অস্ট্রেলিয়া) তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। যে তথ্য অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহ করে ১৪ ডিসেম্বরের মধ্যে জামা দিতে নির্দেশনা দেয় কমিশন। এরপর ১৫ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

Advertisement

এমওএস/জেডএইচ/জেআইএম