চাঁদপুর সাহিত্য সমাজের আয়োজনে কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ, প্রয়াত কবিদের স্মরণে কবিতা থেকে পাঠ, আবৃত্তি ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবিদের কবিতা নিয়ে একটি স্মারক প্রকাশিত হয়। অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি নির্মলেন্দু গুণের একটি কবিতা পাঠ করেন এবং কবিতা নিয়ে আলোচনা করেন।
Advertisement
লেখক-সাংবাদিক কাদের পলাশ ও কবি ম. নূরে আলম পাটওয়ারীর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন পীযূষ কান্তি বড়ুয়া, ইকবাল পারভেজ, আবদুল্লাহিল কাফী, ম. নূরে আলম পাটওয়ারী, দন্ত্যন ইসলাম, সঞ্জয় দেওয়ান, মাইনুল ইসলাম মানিক, কাদের পলাশ, সুমন কুমার দত্ত, মুহাম্মদ ফরিদ হাসান, কবির হোসেন মিজি, আশিক বিন রহিম, দেওয়ান মাসুদ রহমান, অমৃত ফরহাদ, মোখলেছুর রহমান ভূঁইয়া, কাজী সাইফ, জাহিদ নয়ন, শাদমান শরীফ, পলাশ দে, আরিফুল ইসলাম শান্ত, তাশফীয়া কাফী, সাদ আল আমিন, বিথী নন্দী ও ইমরান নাহিদ।
আরও পড়ুন: লেখক-প্রকাশকদের নিয়ে কপিরাইট আইন শীর্ষক কর্মশালা
কবিতা নিয়ে আলোচনা করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। আবৃত্তি করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আবৃত্তিশিল্পীরা। তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ। শ্রদ্ধায়-স্মরণে কবিতা পাঠ পর্বে শঙ্খ ঘোষের কবিতা পাঠ করেন অদিতি ঘোষ, বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের কবিতা পাঠ করেন প্রথমা নন্দী, তছলিম হোসেন হাওলাদারের কবিতা পাঠ করেন পুনম নন্দী, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের কবিতা পাঠ করেন সামিয়া আলম, মুখলেসুর রহমান মুকুলের কবিতা পাঠ করেন জাহিদ হাসান, পীযূষ কান্তি রায় চৌধুরীর কবিতা পাঠ করেন অর্না গুহ এবং রনজিৎ চন্দ্র রায়ের কবিতা পাঠ করেন আসমা আক্তার।
Advertisement
বরেণ্য কবিদের কবিতা আবৃত্তি পর্বে পুর্ণেন্দু পত্রীর কবিতা আবৃত্তি করেন প্রখর পীযূষ ও লিজা আক্তার; আবু জাফর ওবায়েদুল্লাহর কবিতা আবৃত্তি করেন প্রখর পীযূষ, কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন তাসফিয়া ফাহমি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন ফাতেমাতুজ জোহরা।
আরও পড়ুন: মাদারীপুরে দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
কবিতাসন্ধ্যায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন আক্তার, দৈনিক আদি বাংলার প্রকাশক আরিফ রাসেল, সম্পাদক ডা. নাজমুন নাহার মমি, সংগঠক উজ্জ্বল হোসাইন, তাইয়েব হোসাইন প্রমুখ। আয়োজনের পরিকল্পনা করেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। সমন্বয়ক ছিলেন কবি ম. নূরে আলম পাটওয়ারী ও জাহিদ নয়ন। সহ-সমন্বয়ক ছিলেন সাদ আলআমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক ও লেখক আশিক বিন রহিম।
অনুষ্ঠান উপলক্ষে সামিয়া আলমের তত্ত্বাবধানে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে নান্দনিক আল্পনা করা হয়। অনুষ্ঠানে ম্যারা পিঠা দিয়ে কবি ও আবৃত্তিপ্রেমীদের আপ্যায়ন করা হয়। আপ্যায়নে সহযোগিতা করেন আয়েশা আক্তার রূপা।
Advertisement
এসইউ/জেআইএম