দেশজুড়ে

বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে ডাকাতির পর মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

খুলনার কৈয়াবাজার এলাকায় চেতনানাশক স্প্রে করে ডাকাতি ও বাগদত্তাসম্পন্ন মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গোবিন্দ ও ধীমান নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার সংলগ্ন বাঁশগোলার পাশে অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্প্রে করে সবাইকে অজ্ঞান করে তার বাগদত্তাসম্পন্ন মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবে মেয়ের পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনজন মিলে ধর্ষণ করেছেন। ধর্ষণের শিকার মেয়েটি গোবিন্দকে শনাক্ত করেছেন। এ ঘটনায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

আলমগীর হান্নান/এফএ/এমএস