চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে আহত অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করা হরিণটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Advertisement
বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, শিল্পজোনের বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর আমাদের কাছে খবর পাঠান সেখানে একটি জলাশয়ের পাশে হরিণটি আহত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে আমাদের কর্মীরা হরিণটিকে উদ্ধার করেন। বিকেলে সেটি উদ্ধার করে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। অন্তত এক সপ্তাহ হরিণটিকে বন কার্যালয়ে রেখে পুরোপুরি সুস্থ হলে কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী অবমুক্ত করা হবে।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মীর ওবায়েদ উল্লাহ বলেন, কয়েকটি স্থানে ক্ষত বেশ বড়। চিকিৎসা চলছে। আশা করি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে।
এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম
Advertisement