অর্থনীতি

ডিজিটাল মার্কেটিংয়ে ১৯টি পুরস্কার জিতলো বিকাশ

ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে ১৯টি পুরস্কার জিতে নিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

Advertisement

এর মাঝে বিকাশ সরাসরি পেয়েছে ১০টি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ৯টি। এ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে দুটি গোল্ড, ৫টি সিলভার এবং ১২টি ব্রোঞ্জ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’এর সপ্তম আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে। এ বছর পুরস্কারের জন্য ২৪টি ক্যাটাগরিতে ১ হাজার ৩৭টি আবেদন জমা পড়ে, যার মাঝে ১৩৯টি ক্যাম্পেইন বর্ষসেরার স্বীকৃতি পেয়েছে।

বিকাশএর ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইনটি জিতে নিয়েছে ‘বেস্ট ভিডিও’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার এবং বিকাশের ‘পিন রিসেট’ ক্যাম্পেইনটি গোল্ড জিতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেস্ট ইউজ অব টিকটক’ ক্যাটাগরিতে। এদিকে বিকাশ সিলভার পেয়েছে ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’, ‘বেস্ট ইউজ অব মোবাইল’, ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’এবং ‘বেস্ট ইউজার জেনারেটেড ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে।

Advertisement

এছাড়াও বিকাশ পৃথকভাবে তিনটি ব্রোঞ্জ জিতেছে ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’ ক্যাটাগরিতে এবং একটি করে জিতেছে ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’, ‘বেস্ট ইউজ অব ইউটিউব’, ‘বেস্ট ইউজ অব সার্চ’, ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’, ‘বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ইউজ অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজার জেনারেটেড ক্যাম্পেইন’ এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স’ ক্যাটগরিতে।

পুরস্কার বিজয়ী ক্যাম্পেইনগুলোয় পৃথকভাবে বিকাশের পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিলো ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড, এফসিবি বিটপি, অ্যানালাইজেন, এস্কিমি, এক্স-ইন্টিগ্রেটেডে মার্কেটিং এজেন্সি, প্রথম আলো, এবং টেকনোম্যাজিক।

প্রতি বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করেন। এ বছর চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করার জন্য শর্ট লিস্টিং ও গ্র্যান্ড জুরি দুই স্তরে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়। প্রাথমিকভাবে ১৩৬ জন জুরির সমন্বয়ে ১০টি জুরি প্যানেল ৪৫৩টি ক্যাম্পেইন সংক্ষিপ্ত তালিকায় দেয়, যা থেকে আরেক স্তরের যাচাই-বাছাই শেষে চুড়ান্ত বিজয়ীদের বেছে নেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা চারবার দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার অর্জন করে বিকাশ।

এসআইটি/এএসএম

Advertisement