দেশজুড়ে

ঝিনাইদহে দুটি ট্রাক ও লেগুনা ভাঙচুর

ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে পিকেটিংয়ের সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেছে বিএনপি কর্মীরা।

Advertisement

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের নিমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুর দেড়টার দিকে বিএনপি নেতাকর্মীরা নিমতলা বাসস্ট্যান্ড থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে পিকেটিং শুরু করে। এসময় তারা ট্রাক ও লেগুনা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তাদের ইটের আঘাতে ট্রাক ও লেগুনার গ্লাস ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এক ট্রাক চালক ও লেগুনা চালক আহত হয়। তাদের মধ্যে লেগুনা চালক মাসুদ রানা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তার অরুণ দাস জানান মাসুদ রানা কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার নাকের উপরের অংশে আঘাত আছে বলে জানান তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জেআইএম