আইন-আদালত

ভারতীয় তরুণ রোহিদাসকে মুক্তির নির্দেশ

অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে বাংলাদেশের কারাগারে থাকা ভারতীয় তরুণ রোহিদাস সরকারকে অবিলম্বে মুক্তি দিয়ে ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব ও আইজি প্রিজনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Advertisement

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

গত সপ্তাহে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে বাংলাদেশের কারাগারে থাকা ভারতীয় তরুণ রোহিদাসকে অবিলম্বে মুক্তি দিয়ে ভারতে পাঠানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। ব্যারিস্টার বিভূতি তরফদার জনস্বার্থে এ রিটটি দায়ের করেন।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে বাংলাদেশের কারাগারে আটক আছেন এক ভারতীয় তরুণ। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুনে ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন রোহিদাস সরকার।

Advertisement

এরপর বাংলাদেশ বর্ডার গার্ড তাকে আটক করে মৌলভীবাজারের একটি আদালতে পাঠান। আদালত তাকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। আদালত সাজা দেওয়ার আগেই অর্থাৎ যে তারিখে তার সাজা হয় তার আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু সাজা খাটা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি ওই তরুণের। এখনো বন্দি রয়েছেন মৌলভীবাজারের জেলা কারাগারে।

এফএইচ/এমএএইচ/