নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা আছে বলে অভিযোগ করেছেন সিলেট-২ আসনের গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এ অভিযোগ করেন।
Advertisement
এর আগে মনোনয়নপত্রে মোকাব্বির খান নিজেকে গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে উল্লেখ করলেও সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিন প্রার্থিতা ফিরে পেয়ে মোকাব্বির খান বলেন, ‘এটি টেকনিক্যাল ভুল ছিল। আল্লাহর অশেষ রহমতে প্রার্থিতা ফিরে পেয়েছি। আমি আনন্দিত।’
আরও পড়ুন>> নির্বাচন নিয়ে মানুষ আতঙ্কিত: মোকাব্বির খান
Advertisement
তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো কিছুটা উদ্বেগ, উৎকণ্ঠা আছে। সরকার বলেছে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের সব ব্যবস্থা করবে। নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের ও জাতিকে প্রতিশ্রুতি দিচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ওনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা যদি দেখি তাদের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটেছে, তাহলে আমরা আবারও আপনাদের (মিডিয়ার) কাছে হাজির হবো।’
দলীয় মনোনয়নের বিষয়ে ঝামেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ঝামেলা ছিল না। এটি টেকনিক্যাল ব্যাপার ছিল। সভাপতি আজ নিজে উপস্থিত হয়েছেন এবং উনি সব পরিষ্কার করে দিয়েছেন। আমরা নির্বাচনের পক্ষে, সাংবিধানিক অধিকারের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে, এজন্যই নির্বাচনে আংশগ্রহণ করেছি।’
এসএম/ইএ/এমএস
Advertisement