খেলাধুলা

পিএসএলে গোল্ড ক্যাটাগরিতে শান্ত-হৃদয়-শরিফুলসহ ৬ বাংলাদেশি

আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। তার আগে চলতি বছরের ১৩ ডিসেম্বর প্লেয়ার ড্রাফট। ড্রাফটে আছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার।

Advertisement

এর মধ্যে গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ৬ জন ক্রিকেটার। আজ (সোমবার) পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

Foreign Gold Player Pool For HBL PSL Player Draft 2024 is officially out…#HBLPSL9 #HBLPSLDraft pic.twitter.com/2RshPWsI2G

— PakistanSuperLeague (@thePSLt20) December 11, 2023

গোল্ড ক্যাটাগরিতে জায়গা পাওয়া বাংলাদেশের ৬ ক্রিকেটার হলেন-আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, মুক্তার আলি, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ এবং তাওহিদ হৃদয়। এর মধ্যে মুক্তার আলি ছাড়া সবাই জাতীয় দলের ক্রিকেটার।

Advertisement

এর আগে জানা যায়, পিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তামিম ইকবালরা।

এমএমআর/এমএস