চলমান পরিস্থিতিতে আরও কয়েকটি সাংগঠনিক পদে দায়িত্ব পুনর্বন্টন করেছে বিএনপি। সোমবার (১১ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Advertisement
এর আগে রোববার (১০ ডিসেম্বর) বিএনপির কয়েকটি সাংগঠনিক পদে রদবদল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আরও পড়ুন>> এবার ৩৬ ঘণ্টার অবরোধ বিএনপির এছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
Advertisement
কেএইচ/ইএ/এমএস