পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা পেঁয়াজ হাটে পাঁচ আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন।
জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। পাইকারি হাটেও পেঁয়াজের দাম বেড়ে যায়। বাজারের এ অস্থিরতা বন্ধ করতে রোববার দুপুরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা হাটের পাইকারি আড়তে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ী দোকান ফেলে পালিয়ে যান।
আরও পড়ুন:একদিনে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম বেড়েছে ১২৫ টাকা
Advertisement
তারা আরও জানান, ব্যবসায়ীরা পুরাতন পেঁয়াজ বেশি দাম বিক্রি করছিলেন। অনেকের কাছে রশিদও ছিল না। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে মেসার্স ফরিদ ট্রেডার্সকে দুই হাজার, মেসার্স সততা ট্রেডার্সকে চার হাজার, মেসার্স বাণিজ্যালয়কে দুই হাজার, রাকিবুল ও বিসমিল্লাহ ভাণ্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।
মাহমুদ হাসান রনি জানান, আইন লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমিন ইসলাম জুয়েল/এনআইবি/জেআইএম
Advertisement