রাজনীতি

আওয়ামী লীগ প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন: অধ্যাপক আনোয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। প্রার্থিতা ফিরে পেয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন।

Advertisement

রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে প্রার্থিতা ফিরে পান অধ্যাপক আনোয়ার।

এর আগে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর ত্রুটিপূর্ণ হওয়ায় তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থিতা যখন বাতিল হলো তখন শোকের ছায়া ছিল। আজ প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে। কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে কি না, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কি না, এটাই হলো চ্যালেঞ্জ।

Advertisement

অধ্যাপক আনোয়ার আরও বলেন, এখন পর্যন্ত যা দেখছি আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছেন। সেগুলোর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন হয়তো মানুষ আশ্বস্ত হবে।

নেত্রকোনা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। আসনটির বর্তমান এমপি ওয়ারেসাত হোসেন বেলাল টানা তিনবার এ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হন। তবে এবার তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

এসএম/এমকেআর/জেআইএম

Advertisement