জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৩ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : কোন শংকর ধাতু পিতলের উপাদান?উত্তর : তামা ও দস্তা।২. প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-উত্তর : একই হয়।৩. প্রশ্ন : রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?উত্তর : গামা রশ্মি।৪. প্রশ্ন : ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।৫. প্রশ্ন : এনজিওপ্লাস্টি হচ্ছে-উত্তর : হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো।৬. প্রশ্ন : অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?উত্তর : ফিটকিরি।৭. প্রশ্ন : ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?উত্তর : এডিস।৮. প্রশ্ন : সুনামির কারণ হলো-উত্তর : সমুদ্র তলদেশের ভূমিকম্প।৯. প্রশ্ন : কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?উত্তর : ৭৫ বছর।১১. প্রশ্ন : জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?উত্তর : পানি সেচ।১২. প্রশ্ন : কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?উত্তর : সালফার।১৩. প্রশ্ন : নবায়ণযোগ্য জ্বালানি কোনটি?উত্তর : পরমাণু শক্তি।১৪. প্রশ্ন : ‘বিশ্ব পরিবেশ দিবস’ কোনটি?উত্তর : ৫ জুন।১৫. প্রশ্ন : স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-উত্তর : পদার্থবিদ।১৬. প্রশ্ন : ফল পাকানোর জন্য দায়ী কী?উত্তর : ইথিলিন।১৭. প্রশ্ন : কোন লগিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?উত্তর : ৭০।১৮. প্রশ্ন : কোনটি মৌলিক সংখ্যা?উত্তর : ৫৯।১৯. প্রশ্ন : কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?উত্তর : ০.৩।২০. প্রশ্ন : একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?উত্তর : ৩৪১।এসইউ/এমএস

Advertisement