চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার এক বাসার গ্রিল কেটে চুরি করা ১৫ লাখ টাকার স্বর্ণালংঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মনির হোসেন ও মো. সালাউদ্দিন নামে দুই চোরকেও গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শনিবার সকালে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সেনবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ ভরি এক আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, গত ২৯ অক্টোবর ডবলমুরিং এলাকার এক বাসিন্দা পরিবার নিয়ে ঢাকায় যান। প্রায় এক মাস পর গত ২৮ নভেম্বর চট্টগ্রামের বাসায় ফিরে দেখেন ঘরেরআসবাবপত্র, কাপড়-চোপড় ছড়ানো, রান্নাঘরের গ্রিল কাটা। আলমারিতে থাকা স্বর্ণালংঙ্কার, টাকা নেই। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা হয়। এ মামলায় তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করে শনিবার চট্টগ্রাম ও নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাদের স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া ১৫ ভরি এক আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার
Advertisement
ইকবাল হোসেন/এমএইচআর