দেশজুড়ে

জলবায়ু ন্যায্যতার দাবিতে সুন্দরবনে বনজীবীদের অবস্থান

সুন্দরবন ও উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সুন্দরবনে বনজীবীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে কয়েকশ বনজীবী অংশ নেন।

Advertisement

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটে সুন্দরবনের ঢাংমারিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন:প্লাবিত হচ্ছে উপকূল, হুমকির মুখে জীবন-জীবিকা

’গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনে সভাপতিত্ব করেন ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের দলনেতা পরিবেশকর্মী ষ্টিফেন হালদার।

Advertisement

এছাড়া প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক পশুর নদীর ওয়াটারকিপার নূর আলম শেখ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নেতা কৃষ্ণপদ মন্ডল, বাপা নেতা ইদ্রিস ইমন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, নদীকর্মী হাছিব সরদার, পরিবেশকর্মী শেখ রাসেল, বনজীবী মীরা বিশ্বাস, তরুণ মণ্ডল প্রমুখ।

নূর আলম শেখ বলেন, জীবাশ্ম জ্বালানি উৎপাদন, ব্যবহার ও পরিবহন থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় নবায়নযোগ্য সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভ্রান্ত ঋণনীতি পরিহার করে শর্তহীন জলবায়ু অর্থায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, ধারণা বনবিভাগের

কৃষকনেতা কৃষ্ণপদ মণ্ডল বলেন, লবণাক্ততা বৃদ্ধি পাওয়া সুন্দরবন উপকূলের কৃষি ধ্বংসের শেষ কিনারায় এসে পড়েছে। এছাড়া পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকিতে রয়েছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Advertisement

ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার বলেন, জলবায়ু সংকট সুন্দরবনসহ পৃথিবীর বাস্তুসংস্থানকে বিনষ্ট করছে। জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় উপকূলবাসী উদ্বাস্তু হয়ে পড়েছে। নদী ভাঙনে মানুষকে রক্ষায় এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে বনজীবী ষ্টিফেন হালদার বলেন চারদিকে পানি থাকলেও নিরাপদ সুপেয় পানি আমরা পাচ্ছি না। সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে। পরিবর্তিত জলবায়ুতে বন্যপ্রাণী টিকে থাকতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়িসহ জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থায়ন বিতরণ নিশ্চিত করতে হবে।

আবু হোসাইন সুমন/এনআইবি/জেআইএম