জাতীয়

নির্বাচনে ‘অযথা চাপ’, সহযোগিতা চেয়ে জাতিসংঘে মোমেনের চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিশ্বের নানা প্রান্তের ‘অযথা, অযৌক্তিক, স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের’ মুখোমুখি হচ্ছে উল্লেখ করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে জাতিসংঘ সচিবালয়ের বিভিন্ন সংস্থা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা চেয়েছেন মন্ত্রী।

Advertisement

গত ২০ নভেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের নির্বাহী দপ্তরের শেফ দ্য কেবিনেট আর্ল কুর্টনি রেটরের কাছে এই চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশে যে কোনো মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশ একটি নেতৃত্ব দানকারী দেশ। বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ, যেখানে এসব অধিকার প্রতিষ্ঠা করতে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। এরপরও নির্বাচনের আগে বিভিন্ন প্রান্ত থেকে অযথা, অযৌক্তিক, স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।’

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, ‘আমাদের প্রত্যাশা যে জাতিসংঘ সচিবালয়, এর বিভিন্ন সংস্থা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরসহ জাতিসংঘের সমগ্র প্রক্রিয়া বাংলাদেশকে তার উন্নয়নের গতিপথে অবিচল থাকতে সহায়তার লক্ষ্যে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা রাখবে।’

আরও পড়ুন: বাণিজ্য নিষেধাজ্ঞা সংক্রান্ত এলসির বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘জাতিসংঘের ব্যবস্থা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রচেষ্টায় বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করে যাবে।’

আব্দুল মোমেন আরও বলেন, ‘আমরা আশা করি, জাতিসংঘের কর্মকর্তারা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বজায় রাখার জন্য নিরপেক্ষতা, সততা এবং বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ মান বজায় রাখবেন। যদি তাদের প্রতিবেদনগুলো মিথ্যার ওপর ভিত্তি করে এবং বস্তুনিষ্ঠ না হয়, যদি সত্যভিত্তিক না হয়, তবে তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন। যা জাতিসংঘের জন্য অশুভ লক্ষণ।’

Advertisement

আইএইচআর/কেএসআর/এএসএম