নতুন প্রজন্মের চলচ্চিত্রকার সন্দীপ কুমার মিস্ত্রী শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার জীবন ও কর্ম অবলম্বনে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। এর শিরোনাম ‘জ্যোতির্ময়’।
Advertisement
৭২ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র এটি। আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) বিকেল ৫টা ৩০ মিনিটে এটি শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: ‘আজ ইন্টারন্যাশনাল’র সঙ্গে নির্মাতা ঝুমুর আসমা জুঁই
রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এটি প্রযোজনা করেছেন অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা এবং তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জ্যোতির্ময় গুহঠাকুরতার ছাত্র এবং সহকর্মী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গুহঠাকুরতা পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা দত্ত, চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল এবং জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে মেঘনা গুহঠাকুরতা।
প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে পরিচালক সন্দীপ মিস্ত্রী বলেন, ‘প্রামাণ্যচিত্রটি শুরুর আগে দুটি প্রশ্ন সামনে রেখে এগিয়েছিলাম যে ২৫ মার্চ রাতে অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার হত্যাকাণ্ডটি কি শুধুই ছিল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাধারণ হত্যাকাণ্ড? আর কেমনই বা ছিলেন নিভৃতচারী এই মানুষটি? প্রামাণ্যচিত্রটি শেষ করার পর আমার মনে হয়েছে আমরা অনেক কমই জানি এই মানুষটি সম্পর্কে।’
আরও পড়ুন: অনেকদিন পর নতুন নাটকে মেহজাবীন
তিনি আরও বলেন, ‘একজন আদর্শ শিক্ষক, একজন ভালো বাবা, একজন মানবতাবাদী রাজনীতি সচেতন দেশপ্রেমিক, সর্বোপরি একজন বুদ্ধিজীবী মানুষ, যাকে আমরা হারিয়েছি একাত্তরে, এ প্রামাণ্যচিত্রটির মাধ্যমে দর্শক কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন ব্যক্তি জ্যোতির্ময়কে।’
Advertisement
‘জ্যোতির্ময়’ প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন এর নির্মাতা সন্দীপ কুমার মিস্ত্রী।
এমএমএফ/এএসএম