সম্প্রতি নির্মিত হয়েছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নাটক ‘স্মার্ট বাড়ি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
Advertisement
নাটকটিতে গোলাম তানভীরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। একজন আদর্শবান শিক্ষকের নিজ হাতে গড়া একটি বিদ্যালয়কে ঘিরেই গল্পের শুরু।
আরও পড়ুন: তৌসিফ-তিশা জুটির ‘ভালোবাসি তবুও’
গল্পে দেখা যায়, একজন আদর্শবান শিক্ষক আব্দুস সালাম। ছাত্র-ছাত্রীদের নিয়েই তার সব স্বপ্ন। তাদের নিয়েই জীবনটা কাটিয়ে দিয়েছেন। সেজন্য তিনি বিয়েও করেননি। তাদের মঙ্গলের জন্যই সালাম সাহেবের একতলা বাড়িতে একটি বিদ্যালয় খোলেন। নাম দেন ‘খেলাঘর’।
Advertisement
সেখানেই ছাত্র-ছাত্রীরা সময় কাটাতে আসতো। কিন্তু ওই অভিজাত এলাকার একতলা বাড়িতে করিম চৌধুরী নামের এক ডেভেলাপারের চোখ পড়ল। করিম সাহেব সততায় বেঁচে থাকা শিক্ষক আব্দুস সালামকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে বাড়িটি দিয়ে দেয়ার জন্য।
কিন্তু আব্দুস সালাম করিমের মোটা অংকের প্রস্তাব প্রত্যাখান করেন। তিনি তখন সেই বিদ্যালয়কে বাঁচাতে খোঁজেন এমন ছাত্র-ছাত্রীদের, যারা একদিন খেলাঘরের প্রাণ ছিল। ওদেরকেই তার লোভনীয় প্লটটা লিখে দেবেন। একটি টাকাও নেবেন না। কিন্তু ওদেরকে কোথায় পাবেন? তারা দেশের বাইরে থাকে। সবাই তখন প্রতিষ্ঠিত। একজন থাকেন কানাডা। একজন আমেরিকা। আরেকজন জার্মানি। সালাম সাহেব ওদেরকে খুঁজতে বলেন তার সলিসিটর এডভোকেট সুমনকে।
আরও পড়ুন: পুরস্কারের পুরো টাকা সহশিল্পীকে দিলেন রওনক
সুমন হোয়াটসঅ্যাপে স্মার্টলি সেই তিনজন ছাত্র-ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে জানান দেশে আসার জন্য। ওদিকে ল্যান্ড ডেভেলপার করিম খবর পেয়ে আগেই যোগাযোগ করে ঐ তিন তরুণ-তরুণীর সঙ্গে। কাহিনি মোড় নেয় অন্যদিকে। যুক্ত হয় নতুন মাত্রা।
Advertisement
রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং করা হয়েছে। নাটকের অভিনেতা গোলাম তানভীর বলেন, এরই মধ্যেই নাটকটির শুটিং আমরা শেষ করেছি। অসাধারণ গল্পের একটি নাটক। নাটকটি সমাজে ইতিবাচক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিয়ে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার। পরিচালকের নির্দেশনা মতো আমরা কাজ করেছি। আশা করি এই অসাধারণ গল্পের অসাধারণ নির্মাণ দর্শকদের মুগ্ধ করবে।
নাটকটিতে গোলাম তানভীর ও মৌসুমী হামিদ ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, মিঠু (বড়দা), শিবলী নোমান প্রমুখ।
এমআই/এমএমএফ/জিকেএস