দেশজুড়ে

কিশোরগঞ্জে ৮ থানার ওসি বদলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার ১৩টি থানার মধ্যে ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানা গেছে, কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায়, পাকুন্দিয়া থানার ওসি মো. নাহিদ হাসনান সুমনকে হোসেনপুর থানায়, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুকে পাকুন্দিয়া থানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদকে কটিয়াদী মডেল থানায়, অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মোর্শেদ জামানকে বাজিতপুর থানায়, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেনকে নিকলী থানায়, নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহানকে কুলিয়ারচর থানায় ও বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামকে অষ্টগ্রাম থানায় বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই প্রজ্ঞাপনে সারাদেশের ৩৩৮টি থানার ওসিকে বদলি করা হয়েছে।

Advertisement

এসকে রাসেল/এফএ/জেআইএম