মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন চালু হবে আগামী ১৩ ডিসেম্বর। অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকে এই দুই স্টেশনেও থামবে মেট্রোরেল।
Advertisement
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি জানান, নতুন দুটো স্টেশন চালু হলেও সময়সূচি আগের মতোই থাকবে।
এম এ এন সিদ্দিক বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধন করার সময় একটা প্রতিশ্রুতি ছিল- তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন খুলে দেওয়া হবে। আগামী ১৩ ডিসেম্বর এই দুটি স্টেশনে ট্রেন থামবে।’
এমওএস/কেএসআর/জেআইএম
Advertisement