ধর্ম

কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা করা কি জরুরি?

কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কোরআন পড়ে গেলে কোরআন ওজন করে চাল, গম বা এ জাতীয় কিছু সদকা করা জরুরি এ রকম একটি প্রচলন আমাদের গ্রামাঞ্চল ও শহরের মানুষদের মধ্যেও রয়েছে। এটা ভুল প্রচলন। কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা করার নির্দেশ কোরআন-হাদিসে নেই। কোরআন ওজন করে সদকার পরিমাণ নির্ধারণের পদ্ধতিও শরিয়তে অভিনব ও মানুষের বানানো।

Advertisement

অসতর্কতার কারণে কোরআন হাত থেকে পড়ে গেলে তওবা-ইস্তিগফার করতে হবে। ভবিষ্যতে যেন এমনটি না হয় মনে মনে এই অঙ্গীকার করতে হবে। সম্ভব হলে কিছু সদকাও করা যায়। সদকা যে কোনো পাপ মোচনের জন্যই সহায়ক। রাসুল (সা.) বলেছেন,

الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ؛ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَসদকা গুনাহ মোচন করে, যেভাবে পানি আগুন নেভায়। (সহিহ বুখারি)

তবে কোরআন পড়ে যাওয়ার জন্য সদকা করাও জরুরি বা বাধ্যতামূলক নয় এবং এটাকে জরুরি মনে করা ঠিক নয়।

Advertisement

ওএফএফ/জিকেএস