বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিমানের টিকিট এমএফএস অ্যাপ থেকে ক্রয় করার সুযোগ নিয়ে এসেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। আকাশপথে ভ্রমণকারীরা এখন চাইলেই নগদ অ্যাপ থেকে কিনতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট।
Advertisement
এর অংশ হিসেবে নগদ নিজেদের অ্যাপে জাতীয় পতাকাবাহী ক্যারিয়ারের জন্য একটি মাইক্রোসাইট চালু করেছে। এই মাইক্রোসাইট থেকে ক্রেতারা সরাসরি নগদ অ্যাপ ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট অনায়াসে ক্রয় করতে পারবেন।
নগদ অ্যাপে বিমান টিকেটিং সংযুক্ত করার ফলে এখন ক্রেতারা অসাধারণ কিছু সুবিধা পাবেন। এখন গ্রাহকরা এই অ্যাপ থেকেই বিমানের টিকিট ব্রাউজ, নির্বাচন এবং বুকিং করতে পারবেন। এতে সামান্য কয়েকটি ট্যাপ করার প্রয়োজন হবে মাত্র। এভাবে টিকিট ক্রয় করতে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে না। বিমানের টিকিট ক্রয় করতে চাইলে নগদ অ্যাপেই নগদ পেমেন্ট অপশন থেকে টিকিট কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।
এরমধ্যে বিমান বাংলাদেশের সঙ্গে এই পার্টনারশিপ উপলক্ষে নগদ একটি প্রমোশনাল ক্যাম্পেইন চালু করেছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে টিকিট কাটলে ১০ পারসেন্ট ছাড় পাওয়া যাবে। এই সুবিধা ‘বিমান’ অ্যাপ থেকে টিকিট কাটলেও পাওয়া যাবে। সেজন্য ‘SMILEBIMAN’ প্রোমোকোড ব্যবহার করতে হবে এবং নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে।
Advertisement
এমএইচআর/জেআইএম