দেশজুড়ে

যশোরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

শিশু আলিফ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের বাসিন্দা সাগর হোসেনের ছেলে।

সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান জানান, শিশুটি সকালে নিজ বাড়িতে খেলাধুলা করছিল। তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিল। এ সময় শিশুটি খেলার ছলে তার মায়ের অগোচরে পুকুর পাড়ে চলে যায়। এক পর্যায়ে পুকুরে পড়ে যায় সে। এরপর শিশুটিকে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Advertisement

এইচআরএম/জেডএইচ/