খেলাধুলা

ফিফার অর্থায়নে প্রায় কোটি টাকার একাডেমি চ্যাম্পিয়নশিপ

ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে প্রায় কোটি টাকার একাডেমি চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে ১৮ ডিসেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৫ এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বাফুফের নিবন্ধিত সাড়া দেশের ১৭০টি একাডেমি।

Advertisement

এই ১৭০ একাডেমির মধ্যে এক তারকা ১৫০টি ও দুই তারকা ২০টি। দেশের ২৪ জোনে হবে খেলা। তারপর বাছাই শীর্ষ ১২ একাডেমিকে নিয়ে চূড়ান্ত পর্ব।

চূড়ান্ত পর্ব হবে সেন্ট্রাল ভেন্যুতে। ঢাকাতেই শিরোপা নির্ধারণী পর্ব হওয়ার সম্ভাবনা বেশি। এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাফুফে বয়সভিত্তিক দলগুলো আরও শক্তিশালী হবে।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে টুর্নামেন্টের বাজেট ৮০ লাখ টাকার মতো। তবে ধারণা করা হচ্ছে, কোটি টাকার মতো ব্যয় হতে পারে দেশব্যাপী টুর্নামেন্ট আয়োজন করতে। পুরো খরচই দেবে ফিফা।

Advertisement

আরআই/এমএমআর/জেডএইচ