ক্যাম্পাস

পার্বত্য অঞ্চল আরও উন্মুক্ত করলে পর্যটনকেন্দ্র সমৃদ্ধ হবে

চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেছেন, আমরা যদি পার্বত্য অঞ্চল আরও উন্মুক্ত করে দিতে পারি, পর্যটন কেন্দ্র হিসেবে তা আরও সমৃদ্ধ হবে। এখানে অপার সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্প উন্মুক্ত করে দিলে তরুণ যুবকদের সামাজিক কাজে আরও সম্পৃক্ত করা যাবে।

Advertisement

বুধবার (৬ ডিসেম্বর) সকালে চবি উপাচার্যের কনফারেন্স রুমে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি) কর্তৃক আয়োজিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি: শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের নিরিখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।

চবি উপাচার্য শিরীণ আখতার বলেন, আজ আমরা পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলগুলোতে নির্বিঘ্নে ঘুরতে যাই। এখন সেই অসময় কেটে গেছে। আমাদের এ চু্ক্তি বিশ্বে মডেল হিসেবে তৈরি হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, আমরা এমন সময় শান্তিচুক্তির কথা বলছি যখন ফিলিস্তিনে নির্মম ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সেটারও শান্তিচুক্তির অপেক্ষায় আছি। আমাদের প্রধানমন্ত্রী অনেক আগেই পার্বত্য অঞ্চলের সঙ্গে শান্তিচুক্তি করেছেন। শান্তি চুক্তির পরে গত ২৬ বছরে অনেকগুলো সুফল দেখেছি আমরা। এখন আমরা পার্বত্য অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারছি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস